Dance On Chakma Rabindra Sangeet | Adam Chariney Rangamattey Poth | BigH ft. Antar Dewan | 2020 | By Himadri Gurkha

2020-05-18 1

গত ৮ই মে,২০২০ ইং বিগএইচ প্রোডাকসন ও সুর নিকেতন শিল্পীগোষ্ঠীর যৌথ উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মদিন উপলক্ষে ফেইসবুক লাইভ অনুষ্ঠান "তুমি রবে নীরবে" প্রচারিত হয়।
উক্ত অনুষ্ঠানে চাকমা ভাষায় রবীন্দ্র সঙ্গীতের উপর নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত নৃত্যশিল্পী অন্তর দেওয়ান.

"গ্রাম ছাড়া ঐ রাঙ্গামাটির পথ" কবি গুরু রবীন্দ্র নাথ ঠাকুরের এই অনবদ্য সৃষ্টিকে চাকমা ভাষায় অনুবাদ করেছেন এবং কন্ঠ দিয়েছেন রাঙ্গামাটির সুর নিকেতন সঙ্গীত শিক্ষালয়ের অধ্যক্ষ বিশিষ্ট সুরকার,গীতিকার,সংগীতশিল্পী ও সংগীত প্রশিক্ষক ওস্তাদ মনোজ বাহাদুর গুর্খা।
গানটির অনুবাদে সহযোগিতা করেছেন বিশিষ্ট কবি ও লেখক বাবু মৃত্তিকা চাকমা।
কারিগরী সহযোগিতায় বিগ এইচ প্রোডাকসন,রাঙ্গামাটি।

Free Traffic Exchange